হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের পদ স্থগিত

সুরমা টাইমস ডেস্ক :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে মামলার আসামিকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে প্রচার করার অভিযোগে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের পদ স্থগিত করা হয়েছে।

গত রোববার (২০শে এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্যসচিব সফিকুর রহমান সিতু জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের আন্দোলনে হামলার মামলার আসামি আহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাকে দলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করার জড়িত থাকার অভিযোগে তাদের পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।