সাংবাদিক জিকরুল ইসলাম’র পিতৃ বিয়োগ প্রবাসী কল্যাণ মন্ত্রী’র শোক প্রকাশ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ডা. নুরুল ইসলাম গতরাতে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (৯জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা থানা সদর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত ও পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পূর্ণ হয়। মরহুমের জানাযায় সকল মুসলমান শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।
—বিজ্ঞপ্তি ।।