লোকমান আহমদের বাসভবনে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন

 

গত ২১ জুন বুধবার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা লোকমান আহমদের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনু্ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবী করে বলেন, ইতিমধ্যে সন্ত্রাসী হামলার ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, প্রশাসনের নিরবতা ও নিষ্কক্রিয়তায় জনমনে অসন্তোষ দানা বাধছে, তাই অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা নাহলে কঠোর কর্মসূচী আসবে এবং উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ জেলা শাখার নেতা মহিউদ্দিন আহমদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাংলাদেশের সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সম্পাদক কমরেড ব্রজগোপাল, বাসদ জেলা আহ্বায়ক কমরেড আবু জাফর, সাম্যবাদী আন্দোলন জেলা স্বমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কমরেড দীনবন্ধু পাল প্রমূখ।

 

বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।