সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
সারদাহলে নাট্যকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
নগরীর ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে নাটকের মহড়া চলাকালে হল রুমে ঢুকে নাট্যকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি , সিলেট মহানগর শাখা।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: জাহিদ সারোয়ার সবুজ সাক্ষরিত এক বিবৃতিতে এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গেপ্তারের দাবি জানান।
বিবৃতিদাতারা বলেন, সংস্কৃতিকে লালন করেই রাজনীতি করতে হয়। রাজনীতি চর্চা সংস্কৃতি থেকে দূরে সরে গেলে রাষ্ট্রই সংকটে পড়ে। ফলে রাজনৈতিক কর্মীদের সবসময় সংস্কৃতি চর্চা ও সংস্কৃতিকর্মীদের সহযোগিতা ও পৃষ্টপোষকতা করা উচিত। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, বৃহস্পতিবার সিলেটে একটি রাজনৈতিক সংগঠনের মিছিল থেকে সারদা হলে সংস্কৃতিকর্মীদের উপর হামলা চালানো হয়। এ ঘটনা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবনমনেরই পরিচায়ক।
আমরা এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। একই এরকম ঘটনা যাতে আগামীতে না ঘটে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্যও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানাই।
সারদা হলের হামলায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিদাতারা বলেন, এই নিন্দনীয় ঘটনায় পিছপা না হয়ে অতীতের মতো আগামীতেও আপনারা শুদ্ধ সংস্কৃতি চর্চা ও প্রসারে কাজ করে যাবেন বলে বিশ্বাস করি। আমরা সবসময়ই আপনাদের পাশে আছি ও থাকব ৷
প্রেস বিজ্ঞপ্তি: