সুরমা টাইমস ডেস্ক :
“জুলাই যোদ্ধা সংসদ” সিলেট জেলার প্রথম সাংগঠনিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১১ই জুলাই) বিকেলে নগরীর দাড়িয়াপাড়াস্থ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের স্মৃতিবিজড়িত সালমান শাহ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত জেলা কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
আলোচনা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য সচিব মো: সাহেল আহমদ।
সভায় জেলা আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওসমান সুলতান, মুখপাত্র তানভীর হোসেনের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্যে সদস্য সচিব মো: সাহেল আহমদ।
তিনি বলেন, “এই সংগঠন কোনো বিভাজন নয় বরং সব গেজেটভুক্ত আহতদের জন্য সম্মানজনক একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়াস মাত্র।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক মো: কামিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, যুগ্ম সদস্য সচিব মো: রাহিদ আহমদ, মামুন আহমদ, কে.এইচ. চৌধুরী খালেদ সাইফুল্লাহ (মুন্না), মুখপাত্র তানভীর হোসেন, সদস্য মুবিন আহমদ, হাবিবুর রহমান, এজার আহমদ,
মো: রাজন আহমদ, মো: নাশেদ আহমদ, মাহমুদুল হাসান, ইউসুফ আহমদ, মো: মাহবুব আল উসামা ও জুয়েল আহমদ প্রমুখ।
এসময় প্রয়াত নায়ক সালমান শাহের মেজো মামা কুমকুম উপস্থিত ছিলেন। সংগঠনে পৃষ্ঠপোষক হিসেবে তিনি আশ্বস্ত করার পাশাপাশি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আহতদের হাসপাতালে সহায়তা ও চিকিৎসাসেবায় সংগঠনের পক্ষ থেকে মেডিকেল সেল গঠন করা হয়।
এই সেলের দায়িত্বে রয়েছে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওসমান সুলতান, যুগ্ম সদস্য সচিব মামুন আহমদ, মুখপাত্র তানভীর হোসেন, সদস্য হাবিবুর রহমান।
সভায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসাথে ভবিষ্যৎ কর্মসূচি, উপজেলা কমিটি গঠন ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আহ্বায়ক আব্দুর রহিম তাঁর বক্তব্যে বলেন,“জুলাই যোদ্ধা সংসদ” আমাদের সম্মিলিত আত্মত্যাগ, বৈষম্যবিরোধী অবস্থান ও রাষ্ট্রীয় মর্যাদার দাবির প্রতীক।
এই কমিটি গঠিত হয়েছে ঢাকাস্থ কেন্দ্রীয় অনুমোদন ও আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারীদের সমন্বয়ে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধতায় নয়।
আমরা চাই ঐক্য, স্বীকৃতি ও ন্যায়বিচারের পথে সবাইকে নিয়ে এগিয়ে যেতে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই সিলেট জেলার অধীন সকল উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং সকল গেজেটভুক্ত আহতদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।