একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: সিলেটে মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার::

একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এবং নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গতকাল সোমবার (৭ই জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। ১৭ বছরের আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে, হাসিনা চলে গেছে। কিন্তু তার দোসররা এখনো দেশ ছাড়েনি।

 

প্রশাসনের সর্বস্তরে—সচিবালয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত—তারা রয়ে গেছে। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক।”

 

তিনি আরও বলেন, ‘আরেক শ্রেণির লোক আছে, যারা ক্ষমতায় বসে নির্বাচন পেছাতে চাইছে। নির্বাচন না দিয়েই ক্ষমতায় থাকতে চায়।’

 

ভোটাধিকারের দাবিতে আবার আন্দোলনে নামার কথা জানিয়ে তিনি বলেন, সরকারের অনেক আমলারা যা বলছে, তাতে নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। কিন্তু বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন আদায় করে ছাড়বে।

 

বাংলাদেশের জনগন গত ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আমরা আন্দোলন নামবে।

 

খালেদা জিয়ার অসুস্থতার জন্যও আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।

 

তাকে হত্যা করার উদ্দেশে এই মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছিলো। অনেকেই বলে ফুড পয়েজনিং করে অসুস্থ করা হয়। এমনকি চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি।

 

এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার চেষ্টা চালানো হয়েছিলো। তাই খালেদা জিয়ার এই অসুস্থতা স্বাভাবিক না।

 

পিআর পদ্ধতি কি তা বাংলাদেশের জনগন বুঝে না তা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এখন একেক রাজনৈতিক দল এখন একে কথা বলছে।

 

আবার একই দল একেক সময় একেক কথা বলছে। একবার বলছে- নির্বাচন হবে। আবার হবে- এই অবস্থায় নির্বাচন সম্ভব না।

 

আবার কখনো বলে- পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।এই নাম (পিআর) বাংলাদেশের লোক কখনো শুনে নাই। কাকে পিআর পদ্ধতি তা বাংলাদেশের মানুষ শুনে নাই।

 

যারা পিআর পদ্ধতির কথা বলছেন তারা এই বিষয়ে জেনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।