স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীরের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আজ শনিবার (৩১শে মে) সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়ার সার্বিক সহযোগিতায় সিলেট মহানগরীর খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর (দিগন্ত আ/এ) তার গ্রামের বাড়ীতে, সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত হিউম্যান অ্যাপিল, ইউকে’র সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু রোগীদের নিম্নোক্ত সেবা প্রদান করা হবে:–

 

১। বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ঔষধ ও চশমা বিনা মূল্যে প্রদান করা হবে।

 

২। ছানী রোগী বাছাই করে দরিদ্র ছানী রোগীদেরকে একই দিনে ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর, সিলেট-এ নিয়ে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে, বাছাইকৃত রোগীদের ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর সিলেট-এ নিয়ে যাওয়া আসা এবং হাসপাতালে থাকা-খাওয়া বিনামূল্যে প্রদান করা হবে।

 

উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প এ রোগীর নিজের অথবা পরিবারের একটি সচল মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ অপারেশনের প্রস্তুতি নিয়ে, যথাসময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য চক্ষু রোগীদেরকে আহবান করা যাচ্ছে।

 

 

—বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।