সুরমা টাইমস ডেস্ক :
`ব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজএবিলিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩-২৫ মে, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যাংক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন করে যৌথভাবে- মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি.।
ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেওয়া হয়।
প্রশিক্ষণ চলাকালে ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবংদলগত কাজেরমাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধীব্যক্তিদের আরওভালোভাবে ব্যাংকিংসেবা দেওয়ার বিভিন্ন কৌশলসম্পর্কে জানতে পারেন। প্রশিক্ষণেঅংশগ্রহণকারীদের প্রতিক্রিয়াছিল অত্যন্তইতিবাচক।
অঙশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অন্তর্ভুক্তিমূলকব্যাংকিংয়ের বিষয়েনতুন ভাবে জানাতে পেরেছেন এবং আগামীতে আরও ভালো সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সবার জন্য আরও সহজ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রাইমব্যাংক পিএলসি-র ডেপুটিম্যানেজিং ডিরেক্টরএম. নাজিমএ. চৌধুরীবলেন, ‘এইপ্রশিক্ষণ আমাদেরকর্মীদের দৈনন্দিনকার্যক্রমেআরও অন্তর্ভুক্তিমূলকদৃষ্টিভঙ্গিগড়ে তুলতেসহায়তা করবে।
এই উদ্যোগ মূলত প্রতিটি সেবায় অন্তর্ভুক্তিমূলকতানিশ্চিতকরতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরাএমনসব পণ্যও সেবা নিয়ে কাজকরছি, যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজন পূরণ করছে।’
এই উদ্যোগ ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ সৃষ্টি, সবার জন্য আর্থিক সেবা নিশ্চিতকরণ এবং মানসিকতা পরিবর্তনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।