সিলেটে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু হচ্ছে আজ

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে আজ রোববার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা। নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় দেশের স্বনামধন্য এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম এবং পৃথিবীর বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ গ্রহন করবেন।

এদিকে শিক্ষা মেলা উপলক্ষে ফেকাস ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৫ আয়োজক কমিটির পক্ষ থেকে গত শুক্রবার বিকেলে নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গ্রীনওয়ে ইন্টারন্যাশনাল এবং কনভেনার ফেকাস ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর সিইও তারেক আহমদ জানান, সিলেটবাসীর সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহযোগিতার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এটি হবে এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তথ্য নির্ভর আন্তর্জাতিক শিক্ষা মেলা। সম্পূর্ণ ফ্রিতে এই শিক্ষা মেলায় অংশগ্রহণ করা যাবে।

এই আন্তর্জাতিক শিক্ষা মেলা বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সিলেটবাসীর সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

সিইও তারেক আহমদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই এক্সপোতে আপনাদের সন্তানদের সাথে উপস্থিত থাকলে একত্রে পাবেন দেশের স্বনামধন্য বিদেশি শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানসমূহকে।

এছাড়া, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ এর নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যারা প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবেন।

এক্সপোতে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, টিউশন ফি ও স্কলারশিপ সংক্রান্ত তথ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।

আন্তর্জাতিক শিক্ষা মেলা সফলে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।