সুরমা টাইমস ডেস্ক :
অসুস্থ্য দানবীর সৈয়দ রাগীব আলীকে দেখতে নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর ও গোয়াইনঘাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম। শনিবার (১৭ মে) দুপুরে তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান তিনি।
এসময় তিনি দানবীর সৈয়দ রাগীব আলীর আশু রোগমুক্তি কামনা করেন। এসময় তিনি বলেন, সৈয়দ রাগীব আলী বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি। তিনি শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মিডিয়া, ইউনিভার্সিটি, হাসপাতাল, ব্যাংক, এতিমখানা তার হাতেই গড়া। এছাড়াও অসংখ্য অগণিত মানবিক কাজের গুণাবলীও রয়েছে তার।
তিনি আরো বলেন, হাজার হাজার যুবকের কর্মসংস্থান তৈরির কারিগর দানবীর এই সৈয়দ রাগীব আলী। মহান আল্লাহ তায়ালা রাগীব আলীর দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন, আমিন।