সুরমা টাইমস ডেস্ক :
আগামী ২৭ মে (মঙ্গলবার) ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে (বুধবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে সকল উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ই মে) বেলা ২টায় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, তারুণ্যই জাতির ভবিষ্যৎ, অথচ সেই তারুণ্য আজ বেকারত্ব, মাদক, অবিচার ও দমন-পীড়নের শিকার।
যুবদল বিশ্বাস করে, তারুণ্যের শক্তিকে সংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে জোরদার ভূমিকা রাখা সম্ভব।
আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিতব্য সেমিনার ও সমাবেশ হচ্ছে তারুণ্যের আওয়াজ রাষ্ট্রের কর্ণধারদের কানে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তাই এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুসরণ করে প্রতিটি উপজেলা ও পৌর যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেলের পরিচালনায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দীকী, আবুল হাসনাত, সাজ্জাদ হোসেন দুদু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, খালেদ আহমদ চেয়ারম্যান, মাছুম আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মোঃ জামাল আহমদ, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ,
সিলেট মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন সম্পাদক রুম্মান আহমদ রাজু, সিলেট জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম সহ সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।