ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে।

 

গতকাল শনিবার (১০ই মে) এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারী সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল, সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কক রাব্বী ও মো. নুরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন,

 

কোষাধ্যক্ষ পদে মো. শাহীন আহমদ ও  জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল, নির্বাহী সদস্য পদে আজমল আলী।

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, সদস্য মামুন হাসান, ইকবাল মুন্সি, আব্দুল খালিক, সহযোগি সদস্য বিলকিস আক্তার সুমি ও রত্না আহমদ তামান্না।

দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে।

 

১৭ মে শনিবার দ্বি-বার্ষিকী সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা প্রদান ১২ মে, মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।