সুরমা টাইমস রির্পোট : অদ্য বিকাল ৪ ঘটিকায় মহানগর গোয়েন্দা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট তিন ভাই রেষ্টুরেন্টের সামনে ফাঁকা জায়গায় ও দক্ষিণ সুরমা থানাধীন নৈপুর শিববাড়ী, ১ নং রোড, লাইলু মেম্বারের চা দোকানের পাশে উন্মুক্ত জায়গায় পৃথক অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ০৫ জন জুয়ারীকে গ্রেফতার করে।
সোবহানীঘাট তিন ভাই রেষ্টুরেন্টের সামনে থেকে আটক আসামিরা হলো :- ১। মো. দোলোয়ার হোসেন (৩২), পিতা- মৃত আব্দুল জলিল, মাতা- মনোয়ারা বেগম, সাং- বালিকান্দি, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- বাসা নং-৩২ লতিফ মিয়ার বাসা, কাচাবাজার, থানা-কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ২। মোঃ ইলিয়াস (৩৫), পিতা-মৃত মজনু মিয়া, মাতা- মোছা- সালামা বেগম, সাং- আজিম নগর (লম্বাহাটি),থানা-হবিগঞ্জ, বর্তমানে- দুলাল মিয়ার কলোনী, ছড়ারপাড়, বউবাজার, থানা- কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ৩। শ্রী গোবিন্দ কর (২৮), পিতা- শ্রী গৌরাঙ্গ কর, মাতা- রেখা রানী কর, শশ্বানঘাট, ছড়ারপাড়, থানা- কোতোয়ালী মডেল, জেলা- সিলেটদেরকে জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৫১২, তারিখ- ১২/১২/২০২৪ খ্রি. ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়। উক্ত আসামীদ্বয়কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে দক্ষিণ সুরমা থানাধীন নৈপুর শিববাড়ী, ১ নং রোড, লাইলু মেম্বারের চা দোকানের পাশে উন্মুক্ত জায়গায় থেকে আটক আসামিরা হলো ১। আক্তার মিয়া (৫৫), পিতা- মৃত আনু মিয়া, মাতা- মৃত আরি বেগম, সাং-জৈনপুর শিববাড়ী, ১ নং রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। হাসান আহমদ (২২), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা- রোকেয়া বেগম, সাং-জৈনপুর শিববাড়ী, ১ নং রোড, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদ্বয়কে জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১৩৬, তারিখ- ১২/১২/২০২৪ খ্রি. ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়। উক্ত আসামীদ্বয়কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। (বিজ্ঞপ্তি)