নগরী থেকে ছিনতাইকারী আদহামকে ধরলো পুলিশ

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর আম্বরখানা থেকে ছুরিসহ আদহাম নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আম্বরখানা ফাঁড়ি পুলিশ।

গত সোমবার (৫ই মে) রাত পৌণে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এসময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- সিলেটের এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার বুদু মিয়ার ছেলে ইব্রাহিম আহমদ আদহাম (২২)।

 

জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে চাকুসহ অবস্থান নেয় ইব্রাহিম।

 

এসময় আম্বরখানার বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার দিয়ে যাওয়ার সময় একজন সিএনজি অটোরিকশা চালকের টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করার চেষ্টা করে সে।

 

এমতাবস্থায় সিএনজি অটোরিকশা চালকের চিৎকার শুনতে পেয়ে টহল পুলিশ এগিয়ে এসে ইব্রাহিম আহমদ আদহামকে আটক করে।

 

পরে তাকে তল্লাশী চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করে পুলিশ। সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে থেকে ছিনতাইকারী ইব্রাহিম আহমদ আদহামকে গ্রেফতার করা হয়েছে।

 

তার বিরুদ্ধে ধারা- ৩৯৪ মোতাবেক সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-৭। আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।