‘শিরোপা জিতেও’ অপেক্ষায় কেইন ও বায়ার্ন

 

সুরমা টাইমস ডেস্ক :

লাইপজিগের মাঠে জয় পেলেই বুন্দেসলিগা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন হবে বায়ার্ন মিউনিখ। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করে বাভারিয়ানরা।

 

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের যোগকরা সময়ের শেষ দিকে বায়ার্ন এগিয়ে ৩-২ গোলে। প্রতিপক্ষের মাঠে তখন উৎসবের অপেক্ষায় বায়ার্ন সমর্থকরা।

 

অপেক্ষায় বেঞ্চে বসে থাকা হ্যারি কেইনও। তবে শেষ মুহুর্তে লাইপজিগের ইউসুফ পুলসেন গোল করলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ।

 

ড্র করার ফলে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্টে শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্টে দুইয়ে লেভারকুজেন। অর্থাৎ পয়েন্টের পার্থক্য ৯।

 

বাকি থাকা তিন ম্যাচই যদি জেতে লেভারকুজেন আর বায়ার্ন তাদের শেষ দুই ম্যাচও হারে তবে পয়েন্ট সমান হবে।

 

আর বুন্দেসলিগাতে পয়েন্ট সমান হলে দেখা হয় গোল ব্যবধান। লেভারকুজেনের চেয়ে ৩০ গোলে এগিয়ে আছে বায়ার্ন।

 

তবু যদি অবিশ্বাস্য কিছু ঘটে! সেই যদি-কিন্তুর গাণিতিক হিসেবের কারণে অপেক্ষা বাড়লো বাভারিয়ানদের।

বায়ার্নে খেলা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ক্যারিয়ারে সিনিয় পর্যায়ে কোন শিরোপা জেতেননি। এবার বায়ার্নের লিগ জেতা মানে ক্যারিয়ারে প্রথম শিরোপা জয় কেইনের।

লিগে হলুদ কার্ডের কারণে পাওয়া নিষেধাজ্ঞার কারণে আজ বেঞ্চে বসে ছিলেন কেইন।

গাণিতিক হিসেবের কারণেই আজ ম্যাচ শেষে উৎসব করেনি বায়ার্নের খেলোয়াড়রা। তবে বায়ার্ন ৩৪তম বার লিগ জয়ের উৎসবটা করতে পারে রবিবারই।

 

লেভারকুজেন যদি ম্যাচে ফ্রেইবুর্গের বিপক্ষে তিন পয়েন্ট না পায় তবে গাণিতিক হিসেবটাও মিলে যাবে বায়ার্নের জন্য।

 

সেটি না হলেও সমস্যা নেই। বায়ার্নের পরবর্তী ম্যাচ ১০ মে, নিজেদের মাঠে। মনশেনগ্লাডবাখের বিপক্ষে। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও আর কোন হিসেব বাকি থাকবে না।

তাই বলাই যায় ‘শিরোপা জিতেও’ অপেক্ষায় থাকতে হলো কেইন ও বায়ার্নকে।

 

তবে অপেক্ষার পালা হয়তো আর বেশি দীর্ঘ হবে না। আগামী রবিবার লেভারকুজেন যদি ফ্রেইবুর্গের বিপক্ষে জয় না পায়, তাহলেই নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের শিরোপা।

আর তা না হলেও ১০ মে বায়ার্ন তাদের ঘরের মাঠে মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই আর কোনো জটিল হিসেবের দরকার থাকবে না।

বলা যায়, কেইন ও বায়ার্নের শিরোপা এখন শুধু সময়ের অপেক্ষা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।