সুরমা টাইমস ডেস্ক :
বেঙ্গালুরুতে এক কনসার্টে গান গাওয়ার সময় এক শ্রোতা কণ্ঠশিল্পী সোনু নিগমকে বার বার কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানান।
সোনুর দাবি করেন, ওই যুবক এতটাই অভদ্রভাবে অনুরোধ করছিলেন তাতে তিনি বিরক্ত বোধ করেন।
সোনু পহেলগাম ঘটনার সঙ্গে কন্নড়ভাষী ওই যুবকের আচরণের তুলনা করেন। গানের অনুরোধের সঙ্গে সন্ত্রাসের তুলনা টানায় গায়কের উপরে ক্ষুব্ধ হন কন্নড় সম্প্রদায়ের মানুষ।
কন্নড়পন্থী একটি সংগঠন এ ঘটনার পর এমন ঘৃণা উস্কে দেওয়া এবং তাদের সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে সোনু নিগমের বিরুদ্ধে থানায় অভিযোগ করে।
জানা গেছে, বেঙ্গালুরুর ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। সোনুর অভিযোগ, কন্নড়ভাষী এক যুবক অত্যন্ত উদ্ধতভাবে তাকে ওই ভাষায় গান গাওয়ার অনুরোধ জানাতে থাকেন।
গায়ক প্রথমে হাসিমুখেই ব্যাপারটি আয়ত্তে আনার চেষ্টা করেন। তবে যুবকটি নাকি কিছুতেই সোনুর কথায় কান দেননি। যুবকটি কন্নড় ভাষায় গাওয়ার অনুরোধ জানিয়েই যাচ্ছিলেন।
এতে এক পর্যায়ে বিরক্ত হন গায়ক। তিনি এ সময় বলতে বাধ্য হন, ‘পহেলগামেও একইভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল।
কাকে এভাবে বলছেন একবার তো খেয়াল করুন!’ সোনুর এ বক্তব্য মোটেই ভালোভাবে নিতে পারেনি কন্নড় সম্প্রদায়।
গত শুক্রবার (২রা মে) ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামের একটি কন্নড়পন্থী সংগঠন সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহরের একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোনু নিগমের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে ভীষণভাবে আঘাত করেছে।
কর্ণাটকের বিভিন্ন ভাষাগত সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিয়েছে। সংগঠনের সদস্যদের শঙ্কা, গায়কের এ বক্তব্য রাজ্যে হিংসা উস্কে দিতে পারে।
সোনু নিগমের এ বক্তব্যের বিরোধিতা শুধুই কন্নড় ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতবাসীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
এ কারণে সোশ্যাল মিডিয়াতে সোনুকে নিয়ে চলছে তুমুল বিতর্ক। গায়কের ভক্ত-অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, ‘গান গাওয়ার অনুরোধের সঙ্গে পহেলগামের তো নারকীয় ঘটনার তুলনা একজন গায়ক কী করে করতে পারেন!’
তবে সোনু নিগম এখনো তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।