সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং শ্রীপুর কোয়ারী পরিদর্শন করলেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দ।
শনিবার (৩ মে) সকাল ৯টার দিকে সিলেট নগরী থেকে তামাবিল রোড হয়ে এ কোয়ারীগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, রাতের আঁধারে কোয়ারীগুলোতে অবৈধ সিন্ডিকেট লুটপাট করছে।
এতে রাষ্ট্র যেমন রাজস্ব পাচ্ছে না, তেমনি জনগণ ও বঞ্চিত হচ্ছে। তারা বলেন, ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের পেটে লাথি মেরে দীর্ঘদিন কোয়ারী বন্ধ ছিল।
জনগণের দাবীর মুখে কোয়ারীগুলো খোলে দিলেও তা সম্প্রতি আবার বন্ধ করা হয়। এটি আমাদের বোধগম্য নয়। পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে পাথরকোয়ারী খোলার দাবী জানিয়ে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও পরিবেশ বান্ধব উপায়ে পাথর সংগ্রহের অনুরোধ জানান।
পাশাপাশি সৌন্দর্যের রাণী ইসিএ ভূক্ত এলাকা জাফলংকে আরো যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর আহ্বায়ক এডভোকেট আব্দুল আহাদ বলেন, আমরা গতকাল কোম্পানীগঞ্জ উপজেলা সফর করেছি, আজ জাফলং শ্রীপুর কোয়ারী পরিদর্শন করেছি। আমাদের বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং পর্যটন স্পট রক্ষা করা ও কোয়ারী খুলে দেওয়ার পাশাপাশি আমাদের রাজস্ব দিয়েই আমাদের উন্নয়ন করার জন্য সরকারের নিকট আহ্বান করছি।
সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমেদ হেলাল বলেন: আমরা সিলেটের সীমান্তবর্তী চারটি উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করতে এ সংগঠন তৈরি করি।
ইতোমধ্যে আমরা বৃহত্তর জৈন্তিয়াবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর ১০ দফা স্মারকলিপি দিয়েছি এবং নতুন করে আরেকটি দফা সিলেট প্রদেশ ঘোষণা যোগ করেছি।
আজকের সফরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলং পরিদর্শন করে সরকারের নিকট আহ্বান করছি এটি রক্ষা করতে কাজ করতে এবং সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দিতে জোর দাবি জানাচ্ছি।
যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর চৌধুরী সাজু বলেন পরিবেশের দোহাই দিয়ে আমাদের পাথর কোয়ারী বন্ধ করে বৈষম্য করা হয়েছে।
যার ফলে বৃহত্তর জৈন্তিয়ার মানুষজন মানবেতর জীবন পার করছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দ্রুতই কেয়ারী খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর যুগ্ম আহবায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম আহবায়ক ডা. মোন্তাজিম আলী, যুগ্ম আহবায়ক মাওলানা হোসাইন আহমদ,
কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শরীফ উদ্দিন, সোহেল আহমদ প্রমুখ।