সুরমা টাইমস ডেস্ক :
আগামী শনিবার ১০ মে ৪ দিনের সফরে সিলেট আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই।
তিঁনি সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ।
এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে জেলা আমেলার মাসিক বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক প্রস্তুতি এবং সাংগঠনিক মজবুতির লক্ষ্যে উপজেলা কমিটির পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী গঠনের লক্ষ্যে জেলাও উপজেলা ভিত্তিক তারবিয়াতের নীতিগত সিদ্ধান্ত হয়।
এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা কে এম ফখরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ,
প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া খাঁন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নজির আহমদ,
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মুহাম্মাদ আবু আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সহ-দফতর সম্পাদক মাওলানা আবুল হোসেন,
সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান আজাদ, সদস্য মুহাম্মাদ আব্দুল হামিদ, মুহাম্মদ রাশিদুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।