কার মতো দেখতে হয়েছে নুসরাত-যশের ছেলে!
ওপার বাংলার জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। এরপর এই দম্পতির সংসারজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান। সম্প্রতি পর্দায় একসঙ্গে ফিরছেন এই জুটি। তাদের নতুন সিনেমার নাম শিকার।
ছবির নাম থেকেই স্পষ্ট এটি একটি থ্রিলার ঘরানার ছবি। ছবিতে তাঁদের সঙ্গে দেখা মিলবে ঋতুপর্ণা সেনগুপ্তরও। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মার্চ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সেই ছবিরই প্রেস মিটে ছেলে ঈশানকে নিয়ে আড্ডায় মাতলেন তিনি। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, ছেলে নাকি বাবার মতোই দুষ্টু হয়েছে। যশ কথা ঘুরিয়ে বলেন, হ্যাঁ তোমার বাবার মতো। আর তাতে নুসরাতের সহাস্য উত্তর, আমার বাবার মতো কেন হবে, ও ওর বাবার মতোই হয়েছে।
এরপরই নেটিজনরাও প্রশ্ন করছেন, তাহলে যশ না নুসরাত, কার মতো দেখতে হয়েছে তাদের সন্তান? কেউ কেউ বলছেন যশের মতো, আবার কারো মতে মায়ের মতোই হয়েছে পুত্র সন্তান।