সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মহানগরীর কোতোয়ালী থানার লালদিঘীরপাড় এলাকায় একটি বোর্ডিং হাউসে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সম্রাট মালাকার (৩০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার মন্ডলী ভোগ গ্রামের মৃত বাদল মালাকারের ছেলে।
জানা যায়, গত সোমবার (২৯শে এপ্রিল) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ)/মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার লালদিঘীরপাড় হকার্স মার্কেটের ১নং গেইট সংলগ্ন পশ্চিম পাশের ব্রহ্মময়ী বাজারের ‘আল মোবারক ব্যাচেলর বোর্ডিং’–এর ৫তলা ভবনের ৪র্থ তলার ৩৮নং কক্ষে অভিযান চালায়।
ওই কক্ষ থেকে ৮০ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেফতার কর হয়।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-৩০/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক); রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।