সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::
সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩রা মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশিক সিলেটের দক্ষিণ সুরমার মোমেনখলা বাসিন্দা মৃত মো. তমজিদ আলীর ছেলে। তিনি সিসিকের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,

‘আশিক সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এবং গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় দুটি এবং দক্ষিণ সুরমা থানায় আরো একটি মামলা রয়েছে।এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি এবং পূর্বের আরেকটি মামলা ছিল।’

তাকে আজ রোববার আদালতে তোলা হবে বলেও তিনি জানান।

 

উল্লেখ্য, বিগত সময়ে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রভা কোম্পানীর মাধ্যমে আলোচনায় আসেন।

 

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় নগরের উপকন্ঠ পারাইরচক এলাকায় ট্রাক টার্মিনালের সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।