সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট নগরীর মইয়ারচর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আল আমিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক জালালাবাদ থানাধীন সাদিপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
গতকাল রোববার (০৬ই আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মইয়ারচর এলাকার এস.আর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে আটক আল আমিন ও তার পলাতক সহযোগী নিজাম উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
যাহার মামলা নং-০২, তাং-০৬/০৮/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।
এদিকে আটক আসামিকে রোববার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।