সুরমা টাইমস ডেস্ক :
একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস (এমকা) এর উদ্যোগে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বসন্ত রাস মহোৎসব।
সিলেট নগরীর মণিপুরি রাজবাড়ির শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এ আয়োজন করা হবে। আয়োজনে শুরু হবে সকাল ১১টা থেকে।
অনুষ্ঠান সূচিতে রয়েছে প্রথম অধিবেশনে সিলেট নগরের সাগর দিঘীর পাড় এমকা ভবনে সকাল ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে মণিপুরি রাজবাড়ির শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে । রাত ১০ টায় নটসংকীর্ত্তন এবং রাত ১২টায় অনুষ্ঠিত হবে বসন্ত রাস। আয়োজনে অংশ নেবেন এমকার শিল্পীরা।
এসব আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়েছেন এমকার সভাপতি দিগেন সিংহ ও সাধারণ সম্পাদক শান্তনা দেবী।