নিজেস্ব প্রতিবেদকঃঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১২৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
গতকাল ( ২৭শে এপ্রিল ) রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি ট্রাক থেকে এসব অবৈধ চিনি উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়া ও রাত্রীকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই (নিঃ) আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেন।
পুলিশের সিগন্যাল অমান্য করে উক্ত ট্রাকের চালক ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে।
পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাকটির পিছু ধাওয়া করলে, চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। ট্রাকটির রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ-ট-১৫-০৭০৫, যাহার চেসিস ও ইঞ্জিন নং অস্পষ্ট,
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-২৩, তাং-২৭/০৪/২০২৫ইং, ধারা- The special power Act 1974, section 25B(1)(b)/25D রুজু করা হয়।
এবং পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে তাদের বিশেষ অভিযান চলমান থাকবে।