সিলেটে অবৈধ ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

নিজেস্ব প্রতিবেদকঃঃ

সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৬শে এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার উরাগ্রাম এলাকার সৈকত আলীর ছেলে সেলিম আহমদ (৩২) ও বগাইয়া হাওড় এলাকার জাবেদ আলীর ছেলে ইসমাইল আলী (৭০)।

 

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে চিনি বুঝাই একটি ট্রাক আটক করে পুলিশ।

পরে তল্লাশি করে ট্রাকে থাকা ২ হাজার ২০৫ কেজি অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় চালকসহ দুজনকে আটক করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,  আটকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।