বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রাইমারি ও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে শুক্রবার (৯মে) সকাল ১১টার সময় এই মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মণিপরী ছাত্র সমিতির সভাপতি বামছাস এর মুকেশ ময়েংবম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক খোঞ্জেল মীতৈ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ দিদার চৌধুরী।

 

এ সময় তিনি বলেন, ৪১ বছরে পদার্পিত ঐত্যিহের ধারক ও বাহক হিসেবে মণিপুরী সমাজের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি (বামছাস) ছাত্র সমাজ তথা সমগ্র মণিপুরী জাতির কল্যাণে আজ অবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে সমাজকে আমুল পরিবর্তন করার মানসে বামছাস কর্তৃক পরিচালিত যুগান্তকারী শিক্ষা প্রকল্পের অংশ ১৯৯২ সাল থেকে চলমান প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ এক্সাম গ্রহন ও প্রদান করে আসছে।

 

এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করা হচ্ছে। এই বৃত্তি পরীক্ষায় প্রতিযোগিতা হচ্ছে, মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে।

 

এরা আমাদের সমাজ ও দেশের সম্পদ ও কল্যাণ বয়ে আনছে৷ আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। শুধু মণিপুরী নয়, সকল জাতি, ধর্মের, বর্ণের মানুষ বাংলাদেশী, আমরা সবাইকে নিয়ে দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো৷

 

বামছাস এর প্রধান উপদেষ্টা ও শিক্ষানুরাগী অসেম সত্যজিৎ সিংহ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এন এম এডুকেশন ট্রাস্ট ও বামছাস এর উপদেষ্টা শিক্ষাবিদ এল নন্দলাল সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, বামছাস এর উপদেষ্টা ও বামছাস এর প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক শেরাম প্রমোদ,

 

বিশিষ্ট সংগীতঞ্জ শ্রী নীল মনি সিংহ, ডাঃ বাবলী দেবী সিনহা, দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হাছিব, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সিদ্বার্থ সিংহ।

 

জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্টানে বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।