নবীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধিঃঃ

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে অপতৎপরতায় লিপ্ত হয়ে নতুন করে আলোচনায় বহু বিতর্কিত কর্মকা-ের জর্জরিত ইউপি সদস্য জাহেদ আহমেদ। এ ঘটনায় ইউনিয়ন থেকে উপজেলা সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে।
হঠাৎ জামায়াতে ইসলামীর রাজনৈতিক পরিচয় সামনে এনে প্রভাব বিস্তার করে স্থানীয় সরকার আইন অমান্য করে অনিয়ম তান্ত্রিক পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চান জাহেদ আহমেদ এমন অভিযোগ ওঠেছে।
স্থানীয় সূত্রে ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন ইউপি সদস্যদের সঙ্গে আলাপে জানা যায়- ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বিগত সময়ে চাল আত্মসাতের দায়ে বরখাস্তকৃত বিতর্কিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল।
এছাড়া ৯টি ওয়ার্ডে ৯জন ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের পর পরিষদের সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান ১, ২ ও ৩ নির্বাচিত করার বিধান থাকলে নানা নাটকীয়তায় সময়ক্ষেপণ হতে থাকে। এক পর্যায়ে ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দিনক্ষণ চুড়ান্ত হয়।
২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১, ২ ও ৩নং পদে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্যানেল চেয়ারম্যান (১) পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল আহমেদ ছালিক প্যানেল চেয়ারম্যান (১) পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ আহমেদ।
এছাড়া প্যানেল চেয়ারম্যান (২) পদে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অয়তুন মিয়া ও প্যানেল চেয়ারম্যান (৩) পদে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন বেগম বিজয় হন।
নির্বাচনের পর পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে সকলে মিলে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে থাকেন।
২০২৪ সালে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করেন ইমদাদুর রহমান মুকুল।
এরপর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) ইকবাল আহমেদ ছালিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেন। এরপর থেকে গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক ইউনিয়নে সকল ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকের ইউনিয়ন পরিষদ পরিচালনার মধ্যে ইউপি সদস্যদের কোনো ধরণের অসন্তোষ বা অভিযোগ ছিল না।
৫ই আগস্টে দেশে পট পরিবর্তনের পর গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে অপতৎপরতা শুরু করেন প্যানেল চেয়ারম্যান নির্বাচনে পরাজিত প্রার্থী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ আহমেদ। জাহেদ নিজেকে জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক আওয়ামী ঘরানার বলে অভিযোগ তোলেন।
এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আওয়ামী লীগপন্থি ইউপি সদস্যদের পুলিশি গ্রেফতার থেকে রক্ষ করবেন এবং এতে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলেও তাদের আশ্বাস দেন জাহেদ। বিনিময়ে আওয়ামী পন্থি ইউপি সদস্যরা জাহেদ আহমেদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে সহযোগিতা করতে হবে বলে জানান জাহেদ। এরপর থেকে কয়েকদফায় ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক ভাবে বৈঠক করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিকের বিরুদ্ধে অনাস্থ প্রস্তাব আনার চেষ্টা করেন জাহেদ আহমেদ।
জামায়াতে ইসলামীর দোহাই দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার অবৈধ তদবির নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সঙ্গেও দেখা করেন জাহেদ।
এদিকে অনাস্থা প্রস্তাবে সকল ইউপি সদস্য পুরোপুরি ঐক্যমত না হওয়ায় জাহেদ জামায়াতে ইসলামীর প্রভাব বিস্তার করে চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিককে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ রয়েছে সর্বত্র।
অন্যদিকে জাহেদ আহমেদের রাজনৈতিক পরিচয় নিয়েও জনমনে বিভ্রান্তি রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের আস্থাভাজন সহকর্মী হিসেবে সর্বত্র দাপট দেখিয়ে বিভিন্ন কর্মকা-ে প্রভাব বিস্তার করেন জাহেদ আহমেদ।
পটপরিবর্তনের পর নিজেকে জামায়াতে ইসলামীর গজনাইপুর ইউনিয়নের দায়িত্বশীল পরিচয় দিতে শুরু করেন জাহেদ আহমেদ।
ইউপি সদস্য জাহেদ আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন স্থানে যেতে পারেন না, এ বিষয়সহ বিভিন্ন বিষয়ে ইউএনও সাহেবের সাথে আলাপ হয়েছে।

 

স্থানীয় সরকার আইনের কোন বিধানে আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চাচ্ছেন জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, “আমি কি হবো না হবো এটা আমার বিষয়”।
উল্লেখ্য- ২০২০ সালের ৪ অক্টোবর এক প্রজ্ঞাপনে ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের ০৩নং ওয়ার্ডের সদস্য জাহেদ আহমেদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে  জড়িত থাকার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ হতে জাহেদ আহমদকে বরখাস্ত করে স্থান সরকার মন্ত্রণালয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।