বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সিলেট জেলা কমিটি বিলুপ্ত

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪শেএপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টার আদেশক্রমে ও সভাপতি অ্যাডভোকেট রন চন্দ্র দেব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ্ মো. আবদুর রহিম ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত একটি পত্রে সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সিলেট জেলা কমিটি সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন টিপুর নেতৃত্বে জেলা কমিটি দায়িত্বপালনে অক্ষম থাকায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টার আদেশক্রমে সিলেট জেলা কমিটি পরবর্তি নতুন কমিটি ঘোষণা না দেওয়া পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।