টুকেরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট মহানগরীর টুকেরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।

আজ বুধবার (১৩ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অভিযান শুরু করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র বলেন, টুকেরবাজারে রাস্তার দুপাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি। আজ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে।

টুকের বাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনা পর্যন্ত অভিযান পরিস্কার করা হবে।

তিনি বলেন, ৬ মাস আগেই নোটিশ ও মাইকিং স্থানীয়দের অভিযানের ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।