
জুডী (মৌলভীবাজার) সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে যুবলীগ নেতা মাসুক মিয়াকে (৩০) গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। গত শুক্রবার (১৮ই এপ্রিল) রাত ৮টায় শহরের ভবানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুক জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার ছেলে।
তিনি গত বছরের ৪ঠা আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের করা মিছিলে অংশ নিয়েছিলেন এবং ৩ আগস্টের হামলায় সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক।