ধোপাগুলে সরকারি কাজে বাধাদান ও প্রশাসনের উপর হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা ব্যবসায়ীদল

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের ধোপাগুলে সরকারি কাজে বাধাদান ও প্রশাসনের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখা।

গতকাল শনিবার (১৯শে এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখার সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল বলেন, সম্প্রতি সিলেটের খাদিমনগরের ধোপাগুলে স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আওয়ামী লীগের দোসর,

চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা পূর্বপরিকল্পিতভাবে প্রশাসনের উপর হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।

 

এছাড়া নেতৃবৃন্দ ধোপাগুলের পাথর ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় দিয়ে ও স্থান নির্ধারণ করে জমি বরাদ্দের মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।