সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারি

স্টাফ রিপোর্টার::

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে।

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

গতকাল শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নাম সম্বলিত সাইনবোর্ড টানানো হয়।

আজ রোববার থেকে খেলা শুরু হবে। তাই শনিবার এই উদ্যোগ নেয়া হয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তুরাবের নামে একটি স্ট্যান্ড করার জন্য সিলেটের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের দাবী ছিল। সেই বিবেচনায় বিসিবি স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারির নামকরণ করেছে ‘শহীদ তুরাব স্ট্যান্ড।’

স্টেডিয়ামের প্রেসবক্স ও গ্রিন গ্যালারির মাঝেখানে অবস্থিত পশ্চিম গ্যালারিটি সবসময় দর্শকে পূর্ণ থাকে।

 

১৮ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারিতে বসে প্রায় ৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন। এখন থেকে টিকেটেও এই গ্যালারির নাম থাকবে ‘শহীদ তুরাব স্ট্যান্ড।’

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের শহীদ সহযোদ্ধার নামকে স্মরণীয় রাখতে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ নামকরণের দাবি জানানো হয়েছিল।

 

এর প্রেক্ষাপটে স্টেডিয়াম কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এজন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য,গত জুলাইয়ে কোটা সংস্করণ আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দরবাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক এটিএম তুরাব। তার নামেই নামকরণ করা হয়েছে সিলেটের মাঠের পশ্চিম গ্যালারির নাম।

দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিক তুরাব। প্রায় ৯ মাস পর নিজ শহরের স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে গেল তার নাম।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে বসে প্রথম টেস্টের খেলা দেখার জন্য দর্শকদের গুনতে হবে ১০০ টাকা। আর শহীদ তুরাব স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০ টাকা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।