সুরমা টাইমস ডেস্ক :
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের সকল সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা করে কাজ করবে বিএনপি।
জনগণের সকল সমস্যা সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের জীবনমান উন্নয়নের কাজ করতে হবে।
তিনি বলেন, মানুষের চাহিদা বুঝে তা সমাধানে ঐক্যের ভিত্তিতে কাজ এগিয়ে নিতে হবে। সমস্যা আছে, সমস্যা ছিল এবং সমস্যা থাকবে সেগুলো চিহ্নিত করে তা সমাধানে এগিয়ে যেতে হবে।
বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের মনের কথা অনুসারে সকল সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
তিনি গত শুক্রবার সিলেট নগরীর ছড়ারপাড় জামে মসজিদের জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছড়ারপাড় জামে মসজিদের মোতোওয়াল্লী নজরুল ইসলাম মুনিম, ১৪নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান, সহ-সভাপতি কয়েস বক্স,
শামছুল আলম, ১৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জমজম বাদশা, মহানগর বিএনপি সদস্য আব্দুল মুনিম মামুন, সদস্য ও ১৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান ছনি, মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তানিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, দিদারুল ইসলাম সুমন, ইমতিয়াজ হোসেন আরাফাত, মাহমুদুল হাসান নাজির, জামান খান, হাকিম রাব্বানি, ইমন আহমদ, আকিব, সাজু প্রমুখ।