সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক গাড়ী আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একদল পুলিশ পৌরসভার বায়মপুর গ্রামের সফর আলী মেম্বারের বাড়ির পাশে কানাইঘাট-শাহবাগ সড়কে ট্রাক বোঝাই ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকের চালককে আটক করে।

পরে পুলিশ চিনি বোঝাই ট্রাক থানায় নিয়ে আসেন। আটক ভারতীয় চিনির বাজার মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনার থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক হেলাল উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

থানার ওসি আব্দুল আউয়াল বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন।

থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।