সুরমা টাইমস ডেস্কঃ
ফিল্মি স্টাইলে প্রেমিকা অগুস্তিনা গান্দোলফোরকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লাউতারো মার্টিনেজ। ২৫ বছর বয়সী এই ফরওয়ার্ডের সঙ্গে প্রেমিকার সম্পর্কের পরিণয় ঘটতে চলেছে।
নিজ ক্লাব ইন্টার মিলানে মিলানের গিজেপ্পা স্টেডিয়ামে ভাড়া করা একটি কক্ষে ফিল্মি স্টাইলে প্রেমিকাকে এ প্রস্তাব দেন তিনি। স্বাভাবিকভাবেই গান্দোলফোও লাউতারোর প্রস্তাবকে না বলেননি। তাই দ্রুতই এই জুটি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।
দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ককে নতুন এক নাম দিতে যাচ্ছেন তিনি। অগাস্টিনা গ্যান্ডোলফোর সাথে চলা পাঁচ বছরের প্রেমের সম্পর্ককে অবশেষে বিয়ের পরিণতি দিচ্ছেন মার্টিনেজ। আর্জেন্টিনার জনপ্রিয় মডেল ও ইনফ্লুয়েন্সার অগাস্টিনা.
দীর্ঘদিনের প্রেমিকাকে একটু বিশেষভাবেই বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন মার্টিনেজ। হয়েছেও তাই। নিজ ক্লাবের গিজেপ্পা স্টেডিয়ামের একটি কক্ষে ফিল্মি স্টাইলে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এই ফুটবলার।
অগাস্টিনাকে বিয়ের প্রস্তাব দেয়ার কক্ষটি সাজানো হয়েছিল লাল গোলাপ দিয়ে। যা দেখে খুব অবাকই হন মার্টিনেজের বান্ধবী। এরপর পকেট থেকে আংটি বের করে হাঁটু গেড়ে জীবনের সবচেয়ে মূল্যবান প্রস্তাবটি দেন মার্টিনেজ। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান অগাস্টিনা। এই মুহূর্তটিকে আরও পরিপূর্ণ করতে প্রখ্যাত গায়ক এড শিরানের ‘পারফেক্ট’ গানটি দারুণভাবে ফুটিয়ে তোলেন এক বেহালাবাদক।
স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন সেই ভিডিওটি পোস্ট করেন মার্টিনেজ। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন মার্টিনেজ ও অগাস্টিনা। দুই বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে এই যুগলের।