সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার এবং সাবেক পুলিশ কমিশনার মহোদয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
সুরমা টাইমস ডেস্কঃ
অদ্য ২৬/০২/২০২৩ খ্রিঃ তারিখ অপরাহ্ণে এসএমপি হেডকোর্য়াটার্সে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম ও সাবেক পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাৎ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সম্মানিত কমিশনার মহোদয়গণ একে অন্যের সাথে করমর্দন করেন এবং কুশন বিনিময় করেন। সম্মানিত পুলিশ কমিশনার জনাব ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, মহোদয় তাহার পূর্ববর্তী দায়িত্বরত ইউনিট সমূহে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে জনস্বার্থে বদলিসূত্রে এসএমপি সিলেটে এসে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার , সহকারি পুলিশ কমিশনার, সকল থানার ওসিবৃন্দ এবং এসএমপি সিলেটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।