নবীগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে তিনদিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে ।
রবিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন করা হয়।
এতে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাহেল আহমেদ, ছায়মা ছাদিয়া চৌধুরী মাঈশা, জান্নাতুল ফেরদৌস রুমু’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ।
গ্রন্থমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমদ আজাদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, প্রবাসী কমিউনিটি লিডার মো. আ. হান্নান, সাংবাদিক এম, এ মুহিত, কবি আফতাব আল মাহমুদ,
কবি অচিন্ত্য আচার্য, কবি নিলুফা ইসলাম নিলু, সমাজসেবক শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু। বক্তব্য রাখেন গীতিকার আলী আমজাদ মিলন, পৌরসভার প্যানেল প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল,প্যানেল মেয়র-২ আ. ছোবহান, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, সমাজসেবক আহমদ ঠাকুর রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং গ্রন্থ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক যুবরাজ গোপ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ।
বইমেলার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আবু বকর, পবিত্র গীতাপাঠ করেন নবীগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী বিপিন বিহারী দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলা স্মারক ‘রক্তে রাঙানো একুশ’র এবং কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর দুটি এবং কবি নিলুফা ইসলাম নিলু’র ১টি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।