সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে অবস্থিত মায়ের হাসি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলায় মায়ের হাসি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক স্থানীয় পাইকরাজ গ্রামের বাসিন্দা ডাঃ গিয়াস উদ্দিন (৩০) ও তার মাতা জরিনা বেগম (৬০) আহত হয়েছেন।
জরিনা বেগমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মাথায় প্রচণ্ড রকমের আঘাতের ফলে ঝুঁকিতে আছেন বয়োবৃদ্ধ এই মহিলা। গত ২৯শে মার্চ শনিবার বিকালে স্থানীয় তোয়াকুল বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায় গোয়াইনঘাটের তোয়াকুল বাজারে ছালেহা ক্লিনিক নামের ছালেহা বেগম(৪৭)তার স্বামী ফরিদ উদ্দিন(৫৫) ছেলে মারুফ আহমদ(২৫) ও মাসুম আহমদ(২২) এর আতর্কিত হামলায় গুরুতর আহত হন গিয়াস উদ্দিন ও তার মা জরিনা বেগম । তোয়াকুল পাইকরাজ গ্রামে তাদের বাড়ি।
তারা এ সময় দা,লোহার রড,কাঠের রুল দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।
কেন এমন ঘটনা? খোঁজ নিয়ে জানা যায়, বিগত কয়েক মাস থেকে হামলাকারীরা উক্ত ক্লিনিকের ক্ষতি করিবে বলিয়া প্রচারনা চালিয়ে আসছিল। এমতাবস্থায় এই ভয়ানক হামলা চালানো হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভিকটিম গিয়াস উদ্দিন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সরকার তোফায়েল আহমেদ বলেন এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।