সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের ওসমানীনগরে হাতকড়াসহ গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে পুলিশের হতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টায় জড়িতদের কাউকে শনাক্ত কিংবা আটকও করতে পারেনি পুলিশ।
ঘটনার পরপরই পুলিশি অভিযান জোরদার করা হলেও জড়িত কাউকে এখনও গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো: মোনায়েম মিয়া।
এর আগে গত মঙ্গলবার বিকালে থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক মামলার অভিযুক্ত পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত আকছার আলীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে তার স্বজনদের বিরদ্ধে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিপুর গ্রামে স্থানীয় একটি হাওড়ে এক কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক মামলায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আকছার আলীকে গণদোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
গ্রেফতারের খবর পেয়ে তার স্বজনরা পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর-পর পুলিশের গাড়ীতে হামলা ও আসামী ছিনতাইয়ের ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
গতকাল বুধবার ও ছিনতাই হওয়া আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল বুধবার থানায় একটি মামলা দায়ের করা করেছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।