নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নার্সিং এসোসিয়েশনের মানববন্ধন

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম আক্তার, নর্থইষ্ট নার্সিং কলেজের শিক্ষক দিলোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট রাসেল আহমদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট নার্সিং এসোসিয়েশন উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৮শে মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানবন্ধনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গত ২৪ মার্চ রাতের আধারে সিলেট নগরীর মীরবক্সটুলায় এলাকায় অন্যায়ভাবে নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা।

পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এই কিশোর গ্যাংরা শুধু মারামারি হানাহানি নয় অন্যান্য অপকর্মে জড়িত রয়েছে।

তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারী কিশোর গ্যাংয়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

গ্রেফতারকৃত ৩ জনকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। রোগীদের সেবায় নিয়েজিত ডাক্তার, নার্সদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তা না হলে নার্সিং এসোসিয়েশন কর্মবিরতী সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

নার্সিং শিক্ষার্থী রবিন আহমদ, মুসফিক চৌধুরী, হ্নদয় আহমদ, সুফিয়ান, রাহুল দাশ, সহ সিলেটের ১২টি নাসিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।