সুরমা টাইমস ডেস্ক :
মহামান্য সুপ্রীমকোর্টের ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেডসহ ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শুকরিয়া আদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫শে মার্চ) সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক এ.কে.এম. সাইফুল হাসান, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট পিটিআই’র সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী,
সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অরুন কুমার দাশ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রমথেশ দত্ত, সিনিয়র সহ-সভাপতি বিমল দাস,
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কুমার নাথ, সহ-সভাপতি মাসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক অপূর্ব কুমার দাশ, অর্থ সম্পাদক জাফর ইকবাল, সহ-ধর্ম সম্পাদক অলিউর রহমান,
গোলাপগঞ্জ শিক্ষক নেতা নূরে আলম সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিলেট সদরের জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, দক্ষিণ সুরমার ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদ উদ্দিন এবং ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আতাউর রহমান।