লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে গর্বিত হামজা

সুরমা টাইমস ডেস্ক :

অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। একের পর এক ট্যাকলিং ও কাভারিংয়ের মাধ্যমে ভারতকে আক্রমণ নস্যাৎ করে দিয়েছেন।

 

ম্যাচ শেষে মিক্সড জোনে যথারীতি হাসি মুখে নিজের অভিব্যক্তি জানালেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। লাল সবুজ দলের হয়ে খেলতে পেরে ভীষণভাবে অভিভূত।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শেষে খেলোয়াড়রা টিম বাস ধরার পথে মিডিয়ার সঙ্গে ঐচ্ছিকভাবে কথা বলেন। তপু-তারিকরা একে একে বের হচ্ছিলেন। সবার অপেক্ষা হামজার জন্য ।

কোচ এই কয়েক দিন হামজাকে মিডিয়ার থেকে অনেকটাই আড়াল করে রেখেছিলেন। আজ কোনও বাধাই ছিল না। ম্যাচের পর বাংলাদেশের হয়ে অভিষেকে নিজের উচ্ছ্বাস লুকাননি হামজা, ‘আমি খুবই গর্বিত। অনেক গর্ব হচ্ছে।’

আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় হামজার কেমন মনে হয়েছিল? তিনি জানালেন, ‘অনেক অসাধারণ লেগেছে সেই সময়।’

হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে। ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘প্রথমার্ধে খুব ভালো খেলেছিলাম আমরা।

কলিগদের নিয়ে আমি খুব গর্বিত। তারা অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই গুড টিম স্পিরিট নিয়ে খেলছি।’

তবে লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে গর্বিত হামজা। ২৭ বছর বয়সী হামজা বলেছেন, ‘খুবই গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাজছিল, শরীরে গুজবাম্প দিয়েছে। আমাদের অবশ্যই জেতা উচিত ছিল।

 

আমরা সুযোগ পেয়েছি অনেক। বিশেষ করে প্রথমার্ধে। তবে, যা হয়েছে খারাপ হয়নি। জুনে আমাদের বড় দুটি ম্যাচ আছে। আশা করি সেখানে দল ভালো করবে।’

 

ভারত অভিযান শেষে বুধবার দেশে ফিরবেন বাংলাদেশের ফুটবলাররা। এরপরই হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে। সামনে ঈদুল ফিতর। দেশ ছাড়ার আগে সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীর অনুভূতিও একই। অলিভিয়া বলেছেন, ‘আমি ভীষণ খুশি। হামজা ভালো খেলেছে। বাংলাদেশ দলও ভালো খেলেছে। এই খেলাটাই আমরা আশা করছিলাম। আমাদের আশা পূর্ণ হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।