স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ

সুরমা টাইমস ডেস্ক :

রাজধানীর গুলশান-১ এর আর.এম সেন্টারের একটি স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে র‍্যাব-১ অভিযান পরিচালনা করেছে।

 

গতকাল রবিবার (২৪শে মার্চ) দিবাগত রাতে র‍্যাব-১ এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে স্পা সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যকলাপের সত্যতা পায়।

 

স্পা সেন্টারটি গুলশান-১ এলাকার আর.এম সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত। র‍্যাবের অভিযানে একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপের নানা আলামত জব্দ করা হয়েছে।

 

এছাড়া আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করতে র‍্যাব-১ তাদের গাড়িতে করে নিয়ে গেছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং ঘটনার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।