সুরমা টাইমস ডেস্ক :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ও বিপ্লবে শহীদ, আহত ও নির্যাতিত সকল মানুষের জন্য দোয়া চেয়ে গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২৩শে মার্চ) বাদ আছর নগরীর নয়াসড়ক পেেয়ন্টে সিলেট মহানগর বিএনপির সদস্য ও ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুলের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য ওলিউর রহমান ডেনি, বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, শাহ সাইদুর রহমান হিরু, বাবর আহমদ, মুফতি জাকির, লিমন আহমদ,
সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ হিরন, জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাকি হাজারী, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন, সুহেল আহমদ, কোতোয়ালি থানা বিএনপির সদস্য বদরুল ইসলাম নজরুল,
১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুহেল মিয়া, ১৬নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, শাকিল আহমদ প্রমুখ।