১৭ বছর যাবত তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছেন

সুরমা টাইমস ডেস্ক :

দীর্ঘ ১৭ বছর যাবত তারেক রহমান আন্দোলন করে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করল। আন্দোলন চলাকালে সিলেটের বীর সন্তান জননেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসার আলীসহ শত শত নেতাকর্মীকে গুম ও শহীদ হয়েছেন। আমরা শহীদ জিল্লল হক জিলু সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি।

তিনি গতকাল রবিবার (২৩শে মার্চ) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা নগরী মদিনা মার্কেটে পথচারীদের মধ্যে শহীদ জিল্লুল হক জিল্লু ইউনিট স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুবের সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, আব্দুল্লাহ শফি সাহেদ,

 

সৌদি আরব বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সাল, যুবদল নেতা ওসমান গনি, বাবলু আহমেদ, মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শোয়েব মুন্না, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক তেরাব আলী লিটন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাল মিয়া,

 

মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেফুল আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাকিল, সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রনি মিয়া, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, মোঃ রুমেল মিয়া, মইনুল ইসলাম, সাজু, মোহন, রুবেল মিয়া, এমসি কলেজ ছাত্রদল নেতা বিজয় সরকার,

 

কোতোয়ালি থানা ছাত্রদল নেতা, তারেক আহমদ, মোমেন আহমদ, জালালাবাদ থানা ছাত্রদল নেতা আজাদ আহমদ, বিমানবন্দর থানা ছাত্রদল নেতা আতাউর রহমান, হৃদয়,কানাইঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইয়ান আহমদ, ১নং লক্ষী প্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুর রহমান আবির, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা বিজয় সরকার, এমসি কলেজ ছাত্রদল নেতা মোমেন ইসলাম,

 

এমসি কলেজ ছাত্রদল নেতা বাহার, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা আতাউর,রাজ আহমেদ, মিল্লাদ আহমদ, রাহিম আহমদ, ছাত্রদল নেতা তারেক আহমদ,জাকির আহমেদ, রিপন আহমেদ, সজিব আহমেদ, হিমেল, মোহন,

 

আল-আমিন, মোহন আহমদ, মইনুল ইসলাম, সাজু আহমেদ, রাসেল আহমেদ, তোফায়েল আহমদ, নিজাম উদ্দিন, মুহিবুর রহমান মুহিব, এবাদুর রহমান, লোকমান আহমদ, আহমেদ কয়েছ, ইমন আহমেদ, বেলাল হোসেন খান, মোঃ সুমন হোসেন, আবুল হোসেন, আরিফ, মোঃ রায়হান খান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।