সুরমা টাইমস ডেস্ক :
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে।
দেশে স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। নাগরিকদের নিরাপত্তা বিধানে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকারের প্রয়োজন। আমরা মানুষের সঙ্গে ইফতারে অংশ নিচ্ছি, তাদের কথা শুনছি। আগামী সংসদ নির্বাচনই তাদের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাবে।”
গতকাল শনিবার (১৫ই মার্চ) বিকেল ৪টায় মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ডের কুচাই সুলতানপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন,
“দীর্ঘমেয়াদে প্রকৃত স্থিতিশীলতা অর্জনের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি শক্তিশালী সরকার অপরিহার্য। এই সরকারই দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সক্ষম হবে।”
মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসনাতের সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, হাজী হেলাল উদ্দিন, নোমানুল হক জুনেদ প্রমুখ।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৪০০ মানুষের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রিহাদ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—পাবেল রহমান, শামিম আহমদ চৌধুরী, আছাদ মিয়া রুকন, আব্দুল আহাদ, শাহাবুদ্দিন, জুমান আহমেদ, মিনার আহমেদ, রাসেল আহমেদ, রিফল আহমদ, শাহ অলীদ, সৈয়দ রাসেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া, উত্তর কুশিয়ারা ইউনিয়নের সভাপতি শাহেদ আহমেদ মেম্বারের সভাপতিত্বে ও সজিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত ইফতার পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। সর্বশেষ, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি নেতারা অংশগ্রহণ করেন।