সুরমা টাইমস ডেস্ক :
মুশফিকুর রহিমের পর এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। আর তাতে ইতি ঘটছে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।
গতকাল বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।
বিদায়ীবার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি……….. আলহামদুলিল্লাহ।’
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার। গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম।