জমকালো আয়োজনে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের লোগো উন্মোচন

সুরমা টাইমস ডেস্ক : “বিপিএল-এও গেল এক দশকে এমন প্রোগ্রাম করতে পারেনি বিসিবি ” জাতীয় ক্রিকেট লীগ টি- টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানের মাঝপথে বলে উঠলেন এক সাংবাদিক। যত সময় গড়িয়েছে ততই যেন উজ্জ্বল হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল। সারি সারি বিলবোর্ড, দু’পাশ থেকে সাজানো রাস্তা। একটু এগিয়ে গেলে বলরুমে জাঁকজমক আয়োজনে উৎসবমুখর পরিবেশ। দারুণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টির প্রথম আসরের। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত তারকা থেকে শুরু করে আলোর ঝনঝনানি কিছুরই কমতি ছিল না।

গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আসন্ন জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টির বর্ণিল উদ্বোধন হয়। যেখানে লোগোও উন্মোচন করা হয়। ইতিমধ্যে এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। এ ছাড়া স্পন্সর প্রতিষ্ঠানের হয়ে ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং আমিন খান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল’র আগে এই টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। আমি আশা করি ক্রিকেটাররা সেই সুযোগ নেবে এবং নিজেদের মেলে ধরবে। যা কিনা দেশের ক্রিকেটকে সাহায্য করবে। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে এগিয়ে নেবে।’ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফরমান আর. চৌধুরী বলেন, ‘এই কথা বলতে দ্বিধা নেই, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। ক্রিকেটে আমাদের ছেলে এবং মেয়েদের মাঝে বিপুল প্রতিভা লুকিয়ে রয়েছে। দেশের আনাচে-কানাচে থেকে এসব প্রতিভাধর ক্রিকেটারকে খুঁজে আনতে হবে।’ ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল ইসলাম খান বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টি দেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট। ওয়ালটনও বাংলাদেশের ব্র্যান্ড। দেশের মানুষের জন্য কাজ করে চলেছে।’ রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ বলেন, ‘ক্রিকেট আমার পছন্দের খেলা। আমি নিজেও একসময় খেলতাম। আশা করি এনসিএল টি-টোয়েন্টির সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবো।’ অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বই ছিল আকর্ষণীয়। লোগো উন্মোচন করা হয় দারুণ এক উপায়ে। প্রথমে ৪ জন তরুণ মঞ্চের উপর ক্রিকেট খেলা শুরু করেন, যেটাকে বলা হচ্ছে স্ট্রিট ক্রিকেট। এরপর লোক এসে হাজির হয় মঞ্চে, কাপড় তুলে সেটা উন্মোচন করেন ওই তরুণরা। অনুষ্ঠানের একদম শেষদিকে ছিল বিনোদনের জন্য বরাদ্দ। এবারের আসরে অংশ নিচ্ছে ৮টি দল। ৭ বিভাগ আর ঢাকা বিভাগের দু’টি দল, অন্য আরেকটি ঢাকা মেট্রো। ৮ দল সিঙ্গেল লীগ পর্বে পরস্পরের মধ্যে একবার করে মুখোমুখি হবে। শেষদিকে প্রত্যেকটি বিভাগের আঞ্চলিক ভাষায় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পুরো অনুষ্ঠানই ছিল এমন জাঁকজমক। আগামী ১১ই ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩শে ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শেরে  বাংলা স্টেডিয়ামে হবে। এই টুর্নামেন্টকে বিপিএল’র ড্রেস রিহার্সালও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএল’র এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবি’র। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সমপ্রচার করবে টি-স্পোর্টস। ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপে। ভারতে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোড ও বিশ্বের বাকি অংশে টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।