সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবা ও ১০৮ বোতল বিদেশি মদসহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)র‌্যাব-৯, সিলেট। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুরের মৃত আ. লতিফের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরীর আব্দুস সাত্তারের ছেলে মো. মিজানুর রহমান ওরফে খালেদ (১৯)।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার রাত ৭ টা ৪৫ মিনিটে সিলেটের জকিগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবা সহ মো. নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

 

এছাড়াও অপর একটি অভিযানে রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটে গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ বোতল বিদেশি মদ সহ মো. মিজানুর রহমানকে আটক করা হয়।

 

সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।