সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের চৌকস পদক্ষেপে অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
গতকাল বুধবার (১২ই মার্চ) সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া।
সকাল ৯টার দিকে শিবগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নজরে আসে সার্জেন্ট সোহানের।
সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। তবে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করে এবং একটি রিকশাকে ধাক্কা দেয়, ফলে রিকশাচালক আহত হন।
আহত রিক্সাচালককে উদ্ধার করে, সার্জেন্ট সোহান সরকার তার সঙ্গীয় ফোর্সের সাহায্যে একজন আসামীকে আটক করেন।
অপর আসামী দৌড়ে পালানোর চেষ্টা করলে, তাকে পিছু ধাওয়া করে মিরাবাজার রোডের একটি গলি থেকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন। ১। মানিক ওরফে হীরা মিয়া (৪০), পিতা-জব্বার, সাং-বিএডিসি, পীরের বাজার, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট,
২। মোজায়েল আহমদ (২৮), পিতা-ইসরাব আলী, সাং-খাদিমপাড়া, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট।
আটককৃত যুবকের ব্যাগে দেশীয় অস্ত্র পাওয়া যায়। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নির্দেশনায় তাদেরকে কোতোয়ালী মডেল থানায় মোটরসাইকেল ও অস্ত্রসহ হস্তান্তর করা হয়।